Latest news

মোরেলগঞ্জে বৌলপুরে পাঁচশত মায়ের পা ধুইয়ে দিলেন সন্তানেরা

রবিবার, ২২ এপ্রিল ২০১৮ | ৭:৩৪ এএম | 807 বার

বাগেরহাটের মোরেলগঞ্জে একযোগে ৫ শত মায়ের পা ধুইয়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন তাদের ৫শ’ ছেলে মেয়ে। শনিবার বিকেল সাড়ে ৫টায় বৌলপুর বাজার মাঠে অনুষ্ঠিত জ্যান্ত মায়ের পূঁজায় সন্তানেরা পা ধুইয়ে দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা, বৌলপুর কালি মন্দিরের সভাপতি সোমনাথ দে পূজার আয়োজন ও পৌরহিত্য করেন।

জ্যান্ত মায়ের পূজায় হোগলাপাশা ইউনিয়নের পাঁচশত মাকে তাদের সন্তানেরা পা ধুইয়ে গলায় মালা পরিয়ে দেন। নতুন বস্ত্রদান, মিষ্টি খাওয়ান, ক্ষমা চান এবং আর্শিবাদ প্রার্থনা করেন। এসময় তাদের কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ইউনিয়ন চেয়ারম্যান মো. রেজাউল করিম নান্না, জেলা পরিষদ সদস্য মো. কামাল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিরঞ্জন বিহারী রায়সহ এলাকার শতশত লোক এই পূজা অনুষ্ঠান দেখতে সমবেত হন। ##

 

২০১১-২০১৬ | কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না

Development: Zahidit.Com

ঘোষনাঃ
Translate »